Breaking
Mon. Dec 23rd, 2024

হাবাসকে ছাড়াই মিশন বেঙ্গালুরু, লড়াইয়ের প্রস্তুতি মোহনবাগানের

শেষ ল্যাপে এসে আইএসএল জমে উঠেছে। লিগ শিল্ড কার হাতে যাবে তা এখনও নিশ্চিত নয়। তবে মুম্বই সিটি লিগ শিল্ড জেতার দৌড়ে খানিকটা এগিয়ে। কিন্তু তাদের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে মোহনবাগান। সবুজ-মেরুন শিবিরের জন্য খানিকটা কঠিন পরিস্থিতি। পেত্রাতোসদের দুটো ম্যাচ এখনও বাকি রয়েছে। পর পর এই দুটো ম্যাচ জিতলেই মোহনবাগান লিগ শিল্ড জিতে নেবে। বেঙ্গালুরু ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছে মোহনবাগান।

অভিজ্ঞ কোচ আন্তোনিও লোপেজ হাবাস বেঙ্গালুরুর বিরুদ্ধে মোহনবাগানের ম্যাচে থাকবেন না । তিনি এখনও অসুস্থ ।আর হাবাসের উপস্থিতি আর অনুপস্থিতির মধ্যে বিস্তর পার্থক্য। বেঙ্গালুরুর বিরুদ্ধে এই গুরুত্বপূর্ণ ম্যাচে হাবাসের অভাব স্বাভাবিক ভাবেই অনুভূত হবে। মোহনবাগানের সহকারী কোচ ম্যানুয়েল পেরেজ সাংবাদিক বৈঠকে জানান যে, হাবাস এখনও সুস্থ নন। আশা করা হচ্ছে তিনি দ্রুতই দলের সঙ্গে যোগ দেবেন। কিন্তু হাবাস না থাকলেও সমস্যা হবে না বলেই জানান তিনি।

বেঙ্গালুরুর পক্ষে প্লে অফে পৌঁছনো যেহেতু আর সম্ভব নয়। ফলে সুনীল ছেত্রীরা খোলা মনে খেলতে পারবেন । ম্যানুয়েল পেরেজ এ প্রসঙ্গে বলেছেন, বেঙ্গালুরু হয়তো প্লে অফে যেতে পারবে না ।তবে তাঁরা শেষ ম্যাচে জেতার জন্য ঝাঁপাবে। কারণ জেতা ছাড়া দ্বিতীয় কোনও উপায় নেই তাদের। লড়াইয়ের জন্য তৈরি তারা।বেঙ্গালুরু মোহনবাগানের অনেক ইতিহাসের সাক্ষী ।আর সেই বেঙ্গালুরুতেই মোহনবাগান নামছে সুনীল ছেত্রীদের বিরুদ্ধে। 

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *